কাটেল ফিস বোন ! জিনিসটা আসলে কি ? কোথা থেকে আসে ? সবাই কেনো পাখিকে দিতে বলে ?
কাটেল ফিস বোন ! জিনিসটা আসলে কি ? কোথা থেকে আসে ? সবাই কেনো পাখিকে দিতে বলে ? প্রশ্ন গুলোর উত্তর আজকে আমিই আপনাদেরকে দেব। একটু কষ্ট করে পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ১। উৎস : "স্কুইড" নামের রাক্ষুসে মাছ কে হয়তো আমরা অনেকেই চিনি। এই পরিবারে একটি সদস্য হলো "কাটেল ফিস"। যার ছবি আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। অনেকটা অক্টোপাস টাইপের। এই মাছ গুলো সমুদ্রের অনেক গভীরে, প্রায় ৬৫০ থেকে ২০০০ ফিট পর্যন্ত গভীরে বসবাস করে। এদের মেরুদন্ড অত্যন্ত নমনীয় এক ধরনের তরুনাস্থী দ্বারা গঠিত, আর এটাই হলো "কাটেল ফিস বোন"। এটা সমুদ্র থেকে সংগ্রহ করা হয় বলে আমাদের দেশে অনেকেই সমুদ্রের ফেনা বলে ডাকে। কিন্ত আসলে সমুদ্রের ফেনার সাথে এর কোন সম্পর্ক নেই। ২। উপাদান : কাটেল ফিস বোনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এতে উপস্থিত ক্যালসিয়াম খুবই উন্নত মানের এবং প্রাণীদেহের জন্য উপকারি। এছাড়া এতে কিছুটা ফসফরাসও আছে। ৩। ব্যাবহার : ১৯ শতকে এবং ২০ শতকের প্রথম দিকে কাটেল ফিস বোনকে মানুষের প্রয়োজনেই ব্যাবহার করা হতো। বিশেষ করে টুথপেস্ট এবং এ্যান্টাসিড জাতীয় মেডিসিনে এর ব্যাবহার ছিল উল্লেখযোগ্য। এ...