TATA MEDICAL CENTER- কোথায় এবং কিভাবে আসবেন
ক্যান্সারের বিশ্বাসযোগ্য চিকিৎসা কোথায় করবো কলকাতায়? এ প্রশ্ন উঠলেই টাটা মেডিকেলের নাম একবার হলেও শুনে থাকবেন। অনেকেই সাহস যুগিয়ে উঠতে পারেন না এখানে আসার জন্য। আমি আজ আমার অভিজ্ঞতার বর্ননা দিবো।
![]() |
| Tata Medical Center |
আজ আমি Phase-1 এর জেনারেল কাউন্টার নাম্বার ১ এ বসে আজকের ব্লগ লিখছি।
![]() |
| General counter number 1, |
| Phase-1 , Tata medical Center |
ভারতে আসতে হলে সর্বপ্রথম পাসপোর্ট ও ভিসা লাগবে। ভিসা পাবার দুইটা রাস্তা আছে, প্রথম আপনি ভারতের যেকোন হাসপাতাল থিকে এপানমেন্ট লেটার এনে ভিসা করে এখানে আসতে পারেন। দ্বিতীয়তো, আপনি ভিসার জন্য টাটা মেডিকেল সেন্টারে Email করে এপায়নমেন্ট লেটার আনতে পারেন। ভিসা পেয়ে গেলে সরাসরি চলে আসবেন টাটা মেডিকেল সেন্টার। যে এপানমেন্ট লেটার নিয়ে আসবেন সেদিন সকাল ৮ টার মধ্যে টাটায় উপস্থিত থাকবেন।
প্রথমে রেজিস্টেশন করতে হবে। রেজিস্টেশনের জন্য সর্বপ্রথম লাগবে পাসপোর্ট এবং ভিসার ফটোকপি।
![]() |
| Registration form |
প্রথম বিল্ডিং এ গিয়েই বিলিং কাউন্টার থিকে একটি ফর্ম সংগ্রহ করবেন। ফর্মে সবকিছু পুরন করে ফটোকপি সমেত তাদের কাছে জমা দিতে হবে। ফর্ম জমা দিতে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে। টোকানবোর্ড হলো আপনার সিরিয়াল নাম্বার।
![]() |
| Token counter |
C Token- নতুন রেজিস্টেশন / রেজিস্টেশন
E Token- যেকোন ক্যাটাগরির জন্য যেকোন টেস্ট / ড্রেসিং
F Token- জোনারেল ক্যাটাগরির জন্য যেকোন ডাক্তারের বিল / টেস্ট
P Token- প্রাইভেট ক্যাটাগরির জন্য যেকোন ডাক্তারের বিল / টেস্ট
![]() |
| Token Machine on Phase-1 in Tata medical center, Kolkata |
C টোকেনের আপনার নাম্বারখানা যখন চলে আসবে তবে সিরিয়াল বোর্ডে যে কাউন্টারের নাম লিখে দিয়েছে সে কাউন্টারে চলে যাবেন। প্রথমদিন রেজিস্টেশন কাউন্টারেই ডাক্তার বিল করে দিবে। তাই নতুন কোন টোকেন নিতে হবে না। তারপর তাদের জিজ্ঞাস করে নিবেন ডাক্তার কোথায় বসে। তারা যেখানে যেতে বলবে সেখানে চলে যাবেন। ডাক্তার দেখিয়ে টেস্টগুলো শেষ করে যখন ফিরে আসবে তখন অবশ্যই এপানমেন্ট নিয়ে আসবেন পরবর্তী দিনের জন্য।
![]() |
| Apponment dask on Phase-1, Tata Medical Center |
সব টেস্টগুলো হয়ে গেলে রিপোর্ট আপনাকে আনতে হবে না। ওনাদের সিস্টামে সবগুলো আপলোড হয়ে যাবে আপনার MR/../.... নাম্বারে। ডাক্তারে সিস্টেম থিকে অটোমেটিক দেখে নিতে পারবেন আপনার রিপোর্টগুলো।
আরও অনেক বিষয় নিয়ে লিখবো। একসাথে অনেকবিষয় নিয়ে লিখলে উপন্যাস হয়ে যাবে। উপন্যাস কখনই রোগীর পচ্ছন্দ হবে না, তাই আরেকটি আর্টিকেল পরার নিমন্ত্রন রইলো..
Refference:
Website: https://tmckolkata.com/tmc/
Address: 14, MAR(E-W), DH Block(Newtown), Action Area I, Newtown, Kolkata, West Bengal 700160
online apponment (with MR): https://tmckolkata.com/apps/app/






Comments
Post a Comment