TATA MEDICAL CENTER এর পাশে থাকার জায়গা / Room rent for tata medical patient
Room rent for Tata medical patient
![]() |
| Phase 2 , Tata medical center |
ট্রিটমেন্ট কারা জন্য থাকার জায়গার প্রয়োজন। এখন যারা নতুন তাদের কাছে একটাই প্রশ্ন থাকবো কই? থাকার জন্যয আজকের আমার আর্টিকেল কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কারন সবার প্রয়োজন এক না। কারনন কেউ সকালে ক্যাপাচিনো উইথ এক্সটা মিল্ক ছাড়া ঘুম ভাংগে না আবার কারও কপালে চা জুটে না।
১. টাটার গেস্ট হাউজ
২. নিজস্ব রুম ভাড়া ( মধ্যবিত্ব, উচ্চ-মধ্যবিত্ব এর জন্য)
৩. নিজস্ব রুম ভাড়া ( উচ্চবিত্বদের জন্য)
১. টাটার গেস্ট হাউজ:
২. নিজস্ব রুম ভাড়া ( মধ্যবিত্ব, উচ্চ-মধ্যবিত্ব এর জন্য)
৩. নিজস্ব রুম ভাড়া ( উচ্চবিত্বদের জন্য)
১. টাটার গেস্ট হাউজ:
৬০% রোগী প্রথম টাটায় এসে একরাত হলেও টাটার গেস্ট হাউজে থেকেছেন। দুভাগ্যবসতো আমি ওসকল জনগনের মধ্যে পড়ি নাই। টাটার গেস্ট হাউজে থাকতে হলে একটা স্লিপ প্রয়োজন। স্লিপটা আপনি phase-1 এর বিল্ডিং এ ডুকতেই প্রথম যে কাউন্টার চোখে পড়ে সেখানে রিসিপশন পেয়ে যাবেন।
রিসিপশনে গিয়ে বলবেন আমি টাটারগোস্ট হাউজে থাকতে ইচ্ছুক। তারা আপনাকে একটা টোকেন দিয়ে দিবে। একবেডের এবং গনওয়াশরুমের জন্য একদিনের ভাড়া ১০০ টাকা। সর্বনিন্ম ৫ দিনের টাকা এডভার্স করতে হয় এবং আপনি যদি এর আগেই চলে যান তবে টাকা ফেরত দিয়ে দিবে। টাটার গেস্টহাউজের নামটা রোমান্টিক, "প্রেমোছায়া"। প্রেমোছায়ায় গিয়ে সিকিউরিটি গার্ডকে টোকেন দেখালেই আপনাকে তারা ভিতরের নিয়ে যাবে এবং আপনার পচ্ছন্দমতো বেড নিতে পারবেন।
![]() |
| Reception |
![]() |
| PREMASHRAYA - A Home Away From Home - TATA MEDICAL CENTER |
তবে ভোজনরসিকদের জন্য প্রেমোছায়া একটি কারাগার, যেখানে যেকোন ধারনের মাংশ এবং মাছ খাওয়া নিষেধ এবং আপনি ওটার ভিতরে রান্না করে খেতে পারবেন না। তবে ভাল কথা হচ্ছে তাদের নিজস্ব ক্যান্টিন আছে সেখানের রান্না যথেস্ট ভাল এবং দামও তুলনামূলক কম। প্রেমোছায়ায় অনেক লোক, অনেক বছর ধরে থাকে। তবে ২ জনের বেশী প্রেমোছায়ায় থাকাটা আমার কাছে ব্যায়বহুল মনে হচ্ছিলো। কারন, ১ মাস যদি আপনি থাকেন আর আপনার সাথে ২ জন এটেন্ডেন্স, মোট আপনারা ৩ জন ৩ বেডের নিয়ে থাকেন তবে মাসশেষে আপনার শুধুমাত্র বেড ভাড়াই ৯ হাজার টাকা। এ থিকে আপনি সিংগেল রুম বড় একখানা বিছানার মধ্যে পেয়ে যাবেন খুব কম দামে একমাসের জন্য। এজন্য আমার মনে হয় ফলোআপ ছাড়া ওখানে থাকাটা লসের। বাকিটা আপনাদের ইচ্ছা। আর প্রেমছায়া থিকে টাটায় আসতে হেটে আসলে সর্বোচ্চ ৫ মিনিট লাগে
২.নিজস্ব রুম ভাড়া
মধ্যবিত্ত :
নিন্মবিত্তদের জন্য: চিকিৎসা সবার জন্য আছে। আর সুযোগ সবদেশের বাতাসে ঘুড়ে, শুধুমাত্র সঠিক তথ্য জানা থাকলে সুবিধা উঠাতে পারবেন
টাটা মেডিকেল থিকে বাহির হয়েই হাতের বাম পাশের রাস্তা ধরে হাটতে থাকবেন। গিয়েই দেখবেন একটা ব্রিজ আছে। ব্রিজের নিচের রাস্তা ধরে হাটতে থাকলেই হাতের ডান পাশের রাস্তায় ঠুকে যাবেন। নাকে কিছুটা কটু গন্ধ অনুভব হবে। তখনই আপনি মনে করবেন লক্ষে আপনি হাজির। ওটা কোন খারাপ জায়গা না। ওই এলাকার নাম লস্করআটি ( Laskarati)। যার পাশ দিয়ে একটা খাল আছে যেখানে ইন্ডাস্টিয়াল পানি যায়। এজন্য কেমিক্যাল এর গন্ধ আপনার নাকে ঠুকেছে। লস্করআটি মুসলিম এলাকা। ওখানে মসজিদ এবং গরুর মাংশ দুটোই পেয়ে যাবেন।
টাটা মেডিকেল থিকে বাহির হয়েই হাতের বাম পাশের রাস্তা ধরে হাটতে থাকবেন। গিয়েই দেখবেন একটা ব্রিজ আছে। ব্রিজের নিচের রাস্তা ধরে হাটতে থাকলেই হাতের ডান পাশের রাস্তায় ঠুকে যাবেন। নাকে কিছুটা কটু গন্ধ অনুভব হবে। তখনই আপনি মনে করবেন লক্ষে আপনি হাজির। ওটা কোন খারাপ জায়গা না। ওই এলাকার নাম লস্করআটি ( Laskarati)। যার পাশ দিয়ে একটা খাল আছে যেখানে ইন্ডাস্টিয়াল পানি যায়। এজন্য কেমিক্যাল এর গন্ধ আপনার নাকে ঠুকেছে। লস্করআটি মুসলিম এলাকা। ওখানে মসজিদ এবং গরুর মাংশ দুটোই পেয়ে যাবেন।
লস্করআটি যতোগুলো বিল্ডিং দেখছেন সবগুলোই রোগীদের ভাড়ার জন্য। বাসাবিশেষ ক্ষেত্রে ভাড়া আলাদা হয়। তবে নিচতালার ভাড়া সবসময় কম। নিচতালা গ্যাস-কারেন্ট বিলসহ ৫-৬.৫ হাজারে পেয়ে যাবেন। এবং লস্করআটি বাজারে সবসময় তাজা শাকসবজি পাওয়া যায়। তাই কমে পেয়ে অনেকগুলা কিনে নস্ট করবেন না। বাসাভাড়া নেবার সময় অবশ্যই পানির দাম জেনে নিবেন। কারন ওখানের পানিতে প্রচুর আর্সেনিক থাকে। একারনে পানি কিনে খেতে হয়। পানির ব্যাবসা আসলে বাড়িমালিকদের ম্যানেজারদের নিয়ন্ত্রনে থাকে। তাই দামাদামি করে সঠিক দাম জেনে উঠবেন।
![]() |
| Canal bank road |
![]() |
| Laskarati bridge |
![]() |
| Candor Techspace |
![]() |
| Laskarati power pump |
উচ্চ-মধ্যবিত্বদের জন্য: আপনাদের জন্য আমার কাছে তেমন বলার কিছু নেই। যদি লস্করআটি থাকতে চান তবে দেড়-দুই রুমের ঘড় নিবেন। দামাদামি করে ঘড়ে উঠবেন নয়তো পরে মন খারাপ হয়ে যাবে যখন বুঝতে পারবেন কতটাকা বেশি দিয়ে উঠেছেন।
![]() |
| Kurshid Aparment |
উচ্চবিত্বদের জন্য: আপনাদের জন্য লস্করআটি মোটেও ভাল জায়গা হয়ে উঠবে না। কারন আপনারা টাকার সাথে জীবনের কম্পোমাইজ করে চলেন না। টাটা হাসপাতেলের বিপরীত পাশে একখানা হাইওয়ে পুলিশ স্টেশন আছে। তার পাশের এলাকার নাম বিসর্জন-ঘাট। ওখানে একটা ঘাট আছে যাতে দেব-দেবীদের বিসর্জন দিয়ে থাকে। সেখানে প্রচুর হোটেল আছে। যাদের সার্ভিস অনেক ভাল। যা খেতে চাবেন তা শুধু অর্ডার করবেন আর তারা হোম ডেলিভারি দিয়ে যাবে। রাস্তাগুলোও অনেক প্রশস্ত। বাংলাদেশের কথা বলতে গেলে ওটা সম্পূর্ন উত্তরা / গুলশানের ফটোকপি।
![]() |
| bisarjan ghat Guest room |
![]() |
| Newtown liabary |
রাতে চাইলেই হাটতে বের হতে পারবেন। সোডিয়াম লাইটের পুরো উজ্জল রাস্তা। ওখানের দিনপ্রতি রুম ভাড়া ১২০০-৫০০০ টাকা পর্যন্ত। তবে সমস্যা একটাই সেখানে বাজার নেই। কিছু ফল ও সবজি বিক্রেতা ভ্যানে করে সবজি, মাছ বিক্রি করতে যায় সকালে। সেখান থিকে আপনার সবকিছু কিনতে হবে। 2 কিলো দূরে ১৮ তালা নামের জায়গা আছে সেখানে একটা বাজার আছে। আপনি চাইলে হেটেও ওখানে যেতে পারেন।
সর্বপরি চিকিৎসা যদি এক টাটাতেই নিয়ে থাকেন তবে এরকম মতভেদ না করে সবাই একসাথে মিলেমিশে থাকুন। আর ভাড়া সবসময়ই পরিবর্তীত। করোনাকালিন হোটেল ভাড়া ৫০০ টাকায়ও নেমে গিয়েছিলো। আপনি কোথায় উঠেছেন তা কমেন্ট করতে ভুলবেন না। হয়ত এক ঝলক দেখা করে নিবো
PREMASHRAYA Location: https://goo.gl/maps/HPYSTX6oCrJ6rxuXA
Laskarati Location: https://goo.gl/maps/HhoNppfWcSKKLBsp8
Newtown Liabary: https://goo.gl/maps/ZJM2jscoiLKEnyq78











Comments
Post a Comment