How can I get appointment in Tata Medical Centre Kolkata?
টাটা মেডিকেল সেন্টার, কলকাতায় ভিসার জন্য কিভাবে এপায়নমেন্ট নিবো ?

Check appointment and test report
যাদের কলকাতায় চিনা-জানা লোক আছে তাদের কাছে এপায়নমেন্ট নেওয়াটা অনেক সহজ। পরিচিত লোকদের কাছে এক-কপি টেস্ট/বায়োপসি রিপোর্টগুলো পাঠাতে হবে। সেটা তারা হাসপাতালের এপায়নমেন্ট ডেক্সে দেখালেই রিসিপশন থিকে ডাক্তারের এপায়নমেন্ট দিয়ে দিবে। কোন ডাক্তারের এপায়নমেন্ট লাগবে তাও বলা লাগবে না। কারন তারাই যে ডাক্তার ভাল হবে সে ডাক্তারের কাছেই আপনাকে পাঠিয়ে দিবে।
সমস্যাটা হলো যাদের কেউ নেই, তারা কিভাবে ভিসার জন্য এপানমেন্ট নিবেন। তাদের জন্যও অনেকগুলো প্রন্থা রয়েছে। সরাসরি তাদের ফোন দিয়ে নয়তো ইমেইল করে।
আপনার রোগীর সকল রিপোর্ট, রোগীর নাম/এটেন্ডেন্সের নাম এবং তাদের পাসপোর্ট নাম্বরগুলো লিখে appointment@tmckolkata.com এ মেইল করে দিবেন। ২-১ দিনের ভিতরে আপনার এপোনমেন্ট লেটার চলে আসবে ইমেইলে।
| Appoinment mail on tata medical center |
যদি তারা রিপ্লে না দেয় তবে তাদের নাম্বারে ফোন করেও এপায়নমেন্ট লেটার নিতে পারেন। আপনার রোগের সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। কারন তাদের বলতে হবে আপনার সমস্যার কথা। তারা সে ডিপার্টমেন্টেরর ডাক্তারের এপায়নমেন্ট দিয়ে দিবে।
যদি আপনার কাছে MR নাম্বার থাকে তবে অনলাইনে তাদের ওয়েবসাইটে ঠুকেও এপায়নমেন্ট নিতে পারবেন। MR নাম্বার যারা চিকিৎসা করেছে তাদের কাছে থাকবে। নতুন রোগীরা রেজিস্টেশনের আগ পর্যন্ত MR নাম্বার পেয়ে থাকেন না।
| Online appoinment |
সর্বপ্রথম TMC এর ওয়েবসাইটে গিয়ে MR/../.... নাম্বারখানা দিবেন। সাথে রোগীর জন্মের বছর তারপর I'm not a robot এর captcha তে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার ডাক্তারর নামের অপশন। তারপর তারিখ এবং ডাক্তারের নাম বসিয়ে ক্লিক করলেই একটি এপায়নমেন্ট সিরিয়াল দিবে তা টুকে রাখবেন
কিছু গুরুত্বপূর্ণ কথা:
১. যদি আপনার MR (MEDICAL REGISTATION) নাম্বার থাকে তবে নাম্বাটা বললেই অটোমেটিক এপায়নমেন্ট দিয়ে দিবে।
২. ডাক্তার দেখানো শেষে অবশ্যই পরবর্তী দিনের এপায়নমেন্ট নিয়ে আসবেন
৩. অপরেশন কারানোর জন্য আসলে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে আসবেন এবং যে হাসপাতালে অপরেশন করাবেন সে হাসপাতালের এপায়নমেন্ট নিয়ে আসবেন
Refference:
Comments
Post a Comment